এত এত শাড়ী আমার তবু খুঁজে বেড়াই আর একটি নতুন রঙ ।
আমার কাছে শাড়ী মানেই একটি ভিন্ন রঙ
এই নতুন রঙের খোজেই আমি ছুটে বেড়াই
তন্ন তন্ন করে খুঁজে ফিরি এ দোকান ও দোকান।
অনুভূতির সাজে সাজব বলেই এত আয়োজন।।

তোমার পাশে বসে যেমন আকাশ-নীল বসনে আমি-
মহানন্দে ভেসে বেড়াই সাদা ছেড়া মেঘের ভেলায়।
তেমনি প্রহর গুনি ম্রিয়মাণ ধূসর বসনে তোমারই প্রতীক্ষায় ।
তোমার দৃঢ় পদক্ষেপ ক্রমশ এগিয়ে আসে আমার দুয়ারে
ত্রস্থহাতে ব্যস্ত আমি বদলাতে বসন, বৃষ্টির রঙ মাখি
তোমায় করতে সিক্ত ঝরি অঝর ধারায়।।

তোমার আমার একান্ত অবসরে।
আদরে আহ্লাদিত হতে ততক্ষণে আমি গাড় লাল।
লাজ রাঙা আমার লালের বসনে তুমি ক্রমশ মিশে যাও।
আমি হারাই, অপার্থিব কি সুখের ঘূর্ণাবর্তে থাকি পরে।
ঘোর লাগা চোখে দেখি গাত্রোত্থান তোমার,
আমার চোখে তখন জল, তখন অন্য আমি জল রঙে ।।

তোমার অপস্রিয়মাণ দেহ গোলাপি রঙে সাজায়
একান্ত আমার অভিমানের আভায় ।
গাড় নীল কষ্টের বসন আমার, পবিত্র মনে হয় সাদায়
কালো সকল শোকের, তোমার জন্যে নয়।।

অনুভূতির সাথে আমার শাড়ীর রঙ, একটু একটু করে এভাবেই বদলায়।
কখনো কখনো তাই অদ্ভুত কোন রঙ খুঁজতে হয়।
কখন কি রঙে মানাবে আমায়, আমি জানি।
এও জানি তুমি হীনা বিবর্ণ আমি, অনাঘ্রাতা-অভিমানী।।