The Consequence.

Today, I see clearly how the world changes,
I see how all the riches fade away, how silence comes down all over the world.

At different times, in different contexts-
I have heard People will stop one day; I have heard these many times.
But I never thought what it would be like to stop! I never thought that today would be so difficult. But today I am dealing with that difficult moment. It's painful.

আমরা এখন নিজেদের নিয়ে অনেক কিছুই ভাবি, যা আগে কখনোই ভাবা হয়ে উঠেনি!
কারণ আমাদের সারাক্ষণ তাড়া করতো বিলাসিতা আর আধুনিকতা।
এখন কি করে যেনো সেইসব বায়না মুছে গেছে। এখন শুধু বেঁচে থাকার আঁকুতি।

আজ ভাবতে অবাক লাগে, কে আমরা! কোথা থেকে এসেছি?
আর- কোথায় ফিরে যাওয়ার আহ্বান রয়েছে!
আমরা নিশ্চিত অতীতের এক ঠিকানায়, ফিরে যাচ্ছি।
এটা সত্য যে আমাদের এক চূড়ান্ত পরিণতি আছে। এবং তা আমাদের গ্রহণ করেই নিতে হবে।

অতএব বিশ্বাস তো করতেই হবে,

Every step of our feet, Lead us to death.
Death is the conclusion of our life.
We will die, definitely die.

তবুও আমরা রোজ বেঁচে থাকি, মৃত্যু জন্য। বেঁচে থাকা এক অদ্ভুত অভিলাষ, বিষ্ময়।
এবং বেঁচে থেকে এগিয়ে চলা পথটা ঠিক মৃত্যুর দিকেই। হ্যাঁ আমরা একদিন মরে যাবো।

এক অনুজীবের জেদের কাছে আমরা পরাস্ত।  
থমকে আছে গোটা দুনিয়া।
আজ অসহায় এই পৃথিবী! নিরীহ গোটা মানবজাতি।
এটা কোনো যুদ্ধ নয়, এটা এমন এক বিষের ছড়াছড়ি
যে বিষে মরছে শত্রু-মিত্র উভয়ই।
এও কি তবে এক ধ্বংসযজ্ঞ! হ্যাঁ তা তো বটেই!


I trust, you trust, and we trust
The world will be destroyed.
Nobody will alive
Every single person will be died.
Everything will be destroyed.

কিন্তু এখন যা ঘটছে তা কেমন বিয়োগ!  
এও কি ধ্বংসের একটি অংশ!
একের পর এক মানুষ মরেই যাচ্ছে,
অসহায় হচ্ছে যারা বেঁচে আছে।  

এখন দুশমনকে অগ্রাহ্যের কথা ভাবা যায় না,
শত্রুকেও অভিশাপ দেয়া যায় না
এখন সময়টা এমন যে, যতটা সম্ভব দূরত্ব রেখে-
আগলে রাখার আস্থা স্থির করাটাই মনস্তাত্ত্বিক প্রশান্তি।

রাজার কাছে আজ তার সিংহাসন অনর্থক
প্রজারা ভীড় করে আছে- রাজপ্রাসাদের দেউরিতে;
অথচ আজ রাজাও নিঃস্ব।
দামি পাথরের সজ্জায় গড়া কাফতান ছুড়ে ফেলে
রাজাও আজ প্রজার বেশে।
একেবারে নিশ্চুপ, না হেসে; ভারাক্রান্ত হৃদয়ে।
এখানেই স্পষ্ট উঠে আসে,

The situation bridges the gap between the King and the Tenant.
Their position becomes one,
so, they no longer wish to find differences between themselves.

কী কী ঘটে যাচ্ছে, তা ভাবতেই আর্তচিৎকার বেরিয়ে আসে;
কিন্তু সেই চিৎকারের শব্দ হাওয়ায় মিলিয়ে যায়, শোনা যায় না।
চোখের দিকে তাকালেই বোঝা যায়।
তখন বন্দীঘরের জানালার কপাট খুলে চিৎকার করে বলতে ইচ্ছে হয়,

'I want release, we want release.
Allah, have mercy on us this time.
এই এক অদ্ভুত স্তব্ধতা!
মানুষ থেমে আছে।
দামি গাড়ির থেমে থাকা আজ দীর্ঘদিন,
প্রকৃতি হাসছে, উচ্ছ্বাসে বরণ করছে তাদের সুদিন,
দেখা মিলছে প্রকৃতির প্রকৃত মিছিল।

আজ সংকটে, মানুষ আটকে গেছে নিজগৃহে
অথচ, লতা বেয়ে উঠছে সেই শখের বসত বাড়িতে।
গাড়ির গ্লাসের কোণ ঘেঁষে পাখি নির্ভয়ে বাসা বাধে।
বাসা ভেঙে দেয়া প্রাণীগুলো, আজ গৃহবন্দী।
তারা যেনো বহু বছর পর স্বাধীনতা ফিরে পেলো,
তাদের কিচিরমিচির শব্দে বিজয়ী মিছিলের স্লোগান ভেসে আসে।

তোমরা কি দেখেছো!
অস্ট্রেলিয়ার শহরগুলোর রাস্তায় আজ- হরিণ হাটে নির্দ্বিধায়
মেক্সিকোর শহরের ফুটপাতে, কতদিন হয়ে গেলো মানুষের পদচারণ নেই;
আর বাধাগ্রস্তহীন ভাবে সেখানে মাথা উচু করে দাঁড়িয়েছে লাল রঙ্গা ফুল।
সৈকতগুলো ভরে উঠেছে সাগরলতার অপ্রতিরোধ্য জাগরণে,
বিড়াল ছুটে যায় রাস্তার এপার থেকে ওপারে
আজ আর গাড়ি চাপা পড়ার ভয় নেই তাদের।

প্রকৃতির যখন জয়গান
মানবজাতি তখন খণ্ডিত
কেউ চলে গেছে ওপারে; কেউ-বা আবার মুমূর্ষু
যারা ঘরে বসে আছে তারাও জানে না
আগামীকাল তাদের সাথে কি হবে!
নিস্তার নেই; তবে নিস্তেজ হয়ে যাবার শংঙ্কা বেশি।
এখন ঐক্যের চেয়ে যখন বিভক্ত উত্তম
ভাবা যায়, কতটা বিচ্ছিন্ন, কতটা গ্লানির দম!

Sometimes it was important to respect nature-
by sacrificing modernity and luxury.
In return, nature treated us well today.
They thought of us with same respect which we gave.

দলে দলে মানুষ মরছে, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে
ইতালির মাটি জানে, ইরানের মাটি জানে
স্পেন আর যুক্তরাষ্ট্রের মাটি জানে
জানে প্রায় দুইশতের অধিক দেশের মাটি,
কি করে এক থাবায় মাটির দেহ মাটিতে ফিরিয়ে নিতে হয়;
তারাও কি আজ ক্লান্ত তবে! এইবার কি থামবে?
কিন্তু থামবার কোনো রেশ নেই, দিন দিন মৃত্যুপুরী হচ্ছে এই পৃথিবী।
মাটির দেহ মাটি গিলে খায় মৃত্যুক্ষুধা কি ক্রমশ বাড়ে?
আর কত প্রাণ মাটির চায়!
আমি তকিব, তকিব তৌফিক
বাবা-মায়ের প্রিয় সন্তান, বোনদের প্রিয় ভাই
প্রেমিকার ভরসা, ভালোবাসা,
বন্ধু আর স্বজনদের শত আশা।
অথচ আশাজাগানিয়ার বয়ান আজ থেমে গেছে
এখন কেউ কারোর সান্নিধ্যে নেই; অপ্রত্যাশিত বিভেদ ঘটেছে।
এখন বুঝতে পারি,

every man is alone at the end of the day.
Everyone is there,
But truth is there is no one.
It is an invisible and strange separation.

তবুও বুকভরা আশা রোজ জমিয়ে রাখি
আমাদের আবার দেখা হবে
জানি পৃথিবীর বুকে মানুষ আবার ভালো থাকবে।

হতে পারে আমি নেই, আমিও এই যাত্রায় বিলীন হলাম
পৃথিবীতে আসার নিশ্চিত পরিণতি যখন মৃত্যুই
তা’ই না হয় বরণ করে নিলাম।
আর যদি বেঁচে থাকার দলে থাকি,
তাহলে দেখা হবে, কথা হবে দাঁড়িয়ে সম্মুখে।
জানি মহামারি কেটে যেতেই-
দুর্বিষহ অভাব অনটনের তাড়ায় ওষ্ঠাগতপ্রাণ ধুকপুক করবে
সেটা হবে নতুন এক বিপর্যয়; অসহনীয়।
তবুও চাই, খুব করে চাই-
পৃথিবী সুস্থ হোক, মানুষ স্বাভাবিক জীবন উপহার পাক।

Because I believe,
when all the bad times are over, the good times will surely come.  
It's a fair reward for the victims.
And they will get, definitely will get it.



Every step of our feet, Lead us to death.
Death is the conclusion of our life.
We will die, definitely die.
                                              -Tokib Towfiq