হয়তো মাস পেরুলে-ই যে মাইনেটা পাবো
তা অংকের ঘরে চোখ ধাঁধানো নয়
আমি খুব চাই, খুব প্রত্যাশা রাখি
তোমার জন্য একটি শাড়ীর টাকা যেন হয়।
পনেরোটা দিন না হয়
দু'বেলা সবজি–ই খেলাম
কটা দিন না হয়
আমি অফিসে হেটে-ই গেলাম।
কিছু অপারগতা সাদরে বরণ করে
বোঝাপড়ার মাঝে মানিয়ে নিলাম!
হয়তো অনেক টাকার প্রসাধনীতে
সাজবে না তোমার আদল
যে টাকায় আমি বাসায় ফিরবো
তাতে জুটবে চোখের কাজল।
তুমি তো কাজল–ই বেশি ভালোবাসো।
টানাপোড়েনের সংসারে পার্টি ড্রেসে টাকা জুটিয়ে নিতে
যদি ব্যর্থ—ই হই; তাতে কিই—বা যায় আসে?
শাড়ীতেই তো তোমাকে মানায়
বাঙালী নারী তুমি, শাড়ীতেই মানানসই।