সেই যে ইস্কুলের মাঠ
কালো প্যান্ট সাদা শার্ট,
কাঁধে কাঁধে সব হাত
সবাই ফিটফাট।
তোরা কে কে যাবি আয়
ইস্কুলের বারান্দায়,
আনন্দে উঠব মেতে আবার
সেই রঙের মেলায়।
আজও মনে পড়ে
ইস্কুল পালানোর সেই কথা,
মনে পড়ে আজও -
দেয়াল ঠপকিয়ে যাবার সময়ে সেই হোঁচটের সেই ব্যথা।
আবার আজও ফিরতে মন চাই
ইস্কুলের সেই বারান্দায়,
তোরা কে কে যাবি আয়
সেই ফুল বাগানে, হাজারো প্রজাপতির মেলায়।
টিফিনের ছুটিতে নয়তো বা আড্ডায়
ক্যান্টিনে বসে বন্ধু সবে ছিলাম কত মজায়,
বন্ধু তোরা সবে আয় ফিরে আয়
অপেক্ষায় আমি- আবার সেই আড্ডার আশায়।
আড্ডার টেবিলে তবলা বাজিয়ে
গাইতাম কত গান বেসুরো সুরে মন খুলে,
আর দৃষ্টি থাকত
কারিগরের সেই পুরনো টিনের কেটলিতে
সেই সাথে মাটির রহস্যময়ী চুল্লিতে
যাতে হয়তো দাউ দাউ আগুন জ্বলে।
সেই কেটলিতে চায়ের রং করা ফেনার বুদবুদ
লুকিয়ে লুকিয়ে দেখতাম তা, লাগত কি
অদ্ভুত!
এখনো সব কিছু আমার মনে আছে
সব কিছু আজও নিখুত।
আজ আমি হয়ত নেই সেই ইস্কুলে
কিভাবে যায় থাকা এইভাবে ভুলে?
যেখানে আজও আমার হাজারো স্মৃতি, কতশত পদধূলি
হ্যাঁ, আমি কি করে ভুলি!
নতুন মুখ আর নতুন প্রানের
বসেছে সেথা মেলায়
সবুজ ঘাসে ঘেরা সেই সরু মাঠ
নতুন কুঁড়িরা আজ করছে প্রান খুলে খেলা।
বেলা শেষে আমি আর করতে পারিনা
তোদের সাথে নতুন করে খেলা,
নিভে যাবে হয়ত আমার জীবন প্রদীপ
এইবার তোদের পালা।
তোরাই পারবি, তোরাই লড়বি
এইবার তোরাই প্রদীপ জ্বালা।