তুমি কখনো লিকারের তেজ হয়ে মস্তিষ্কের বার্তা বুঝে যাও,
কখনো আবার নিকোটিন হয়ে
ফুসফুস জ্বালিয়ে নিশ্চিহ্ন করতে চাও...
তুমি নিরবচ্ছিন্ন এই মানুষ মনের ভেতর রোজ গুপ্ত হামলা চালাও,
তুমি কথার বুলিতে কামানের গোলা ছুড়ে
অনুভূতির পাহাড়গুলো ধূলোয় মিলাও...
তারপর...