খুব বিরহে কান্না পেলে, কেঁদে ফেলো ভীষণ
তোমার চোখের নোনাজলে, কমতে থাকুক, বুকের কাঁপন।
ভীষণরকম ঝড়ের রাতে, বজ্রপাতের ভয়
কেঁদে ফেলো ঝড়ের সাথে, ধুয়ে ফেলো সব ক্ষয়।
ভোরের আলোয় রোঁদ পোহাতেই, মনটা করে কেমন  
সবটা যখন ফিঁকে হয়ে যায়, কেন তবে, এই নব আয়োজন!
সব হারিয়ে থাকে কিছু, খুচরো স্মৃতি যেমন
স্মৃতির জোরে মানুষ বাঁচে, করে অতীত ভ্রমণ।
কেমন জোয়ার উঠছে বুকে, হচ্ছে কী সব স্মরণ
কখনো কখনো খুব প্রয়োজনে, উচিত অতীত ভ্রমন।