আমি ভীষণ একলা একটা মানুষ
যার চারিপাশ জুড়ে বিষাদের জৌলুস
আমারও তো মন খারাপ হয় খুব
আঁধার নেমে আসে— অদ্ভুত নিশ্চুপ
আমি ভীষণ একলা একটা মানুষ।
এই যে মাঝেমধ্যে কবিতা লিখি
কবিতা পড়ে প্রতিদানে দিলখুশ
কারণে অকারণে কবিতারা দূরত্ব বাড়ালেই
যেন নিভে আসে হৃদয় ফানুস
আমি ভীষণ একলা একটা মানুষ।
চার দেয়ালে দেয়ালিকা জুড়ে
তোমার নিখোঁজ সংবাদ 'প্রিয়তমা নিখোঁজ!'
এই মানুষমন মরেও না, বাঁচার মতো বাঁচেও না
বিচ্ছেদ হোঁচটে দীর্ঘদিন মানুষমন বেহুঁশ
আমি ভীষণ একলা একটা মানুষ।
উচ্ছ্বাস ভিড়, হৈহল্লা, কত মানুষের কোলাহল
অথচ কোথাও প্রিয়তমা নেই, সে নিখোঁজ
মনো অনুভূতি আজ অবচেতন
তার নিজস্বতা এখন বিষাদের জৌলুস
আমি ভীষণ একলা একটা মানুষ।