আজকে আমি পাঁজর ভেঙ্গে অন্য কথা বলতে পারি
তোর কারনে হাতটি ছেড়ে অন্য পথে হাটতে পারি
সূর্য ডোবা সন্ধ্যেবেলা একলা বৃষ্টিতে ভিজতে পারি
মায়াজালের বৃত্ত পেরিয়ে ভাঙ্গা ঘরে থাকতে পারি
হাসতে পারি, লিখতে পারি পাঁজর ভাঙ্গা চিৎকার
তোর সোহাগে রাত পেরোনো শুন্য মনের হাহাকার