তোমার চপলতার মিষ্টি হাসি
আর অপলক দৃষ্টি,
হারাতে চেয়েও ফিরে আসি
যেন অনাকাঙ্ক্ষিত সৃষ্টি।  

সাত তলায় বন্দী দরজা
খুলতে পারি খুব সহজে,
হেটে যাই অনায়েসে
সমতল কিংবা হিমাচলে।

পাশাপাশি থেকেও কাছাকাছি নয়
চোখে চোখ তবুও হারিয়ে ফেলার ভয়,
যদি পারতাম বেঁধে দিতাম সময়কে
চিৎকার করে বলতাম
ভালোবাসি শুধুই তোমাকে।