ইটের ভাটায় আগুন দিছি
আইজকে আমি দিন পোড়ামু, রাত পোড়ামু,
তোর জইন্ন জমিয়ে রাখা মায়া ঘাটের জ্যোৎস্না পোড়ামু,
আষ্ট প্রহরের বিল পোড়ামু, অল্প নোনা জল পোড়ামু।
শিউলি ফুলের রঙ পোড়ামু, হিম ঘরের আয়না পোড়ামু,
তোর নিশিথে জাইগা থাকা এই দুইডা চোখ পোড়ামু।