তোমাকে লেখা কবিতা
প্রতিশ্রুতিতে এক আনমনা শালিক,
তবুও কথা রাখেনি বনলতা
হারিয়ে গেছে কবিতার শিরোনামে।
হৃদয়ের উষ্ণতাটুকু ছিনিয়ে নিয়ে
মুক্ত কুয়াশাকে বানিয়েছে নীরব শিশির,
আর নিজেকে হারিয়েছি আমি
পাতা ঝরা কোন গহীন অরণ্যে।
আজ জেগে ওঠা নতুন শালুকের
নির্মম আত্মহত্যা,
তবুও কথা রাখেনি বনলতা
হারিয়ে গেছে কবিতার শিরোনামে।