তোমার সৃষ্টির খেলাঘরে পুতুল হয়ে আর কত থাকবো প্রভু!
আমিতো শিশুদের সাজানো সংসারের পুতুল নই যে
যেমনি বসাবে তেমনি বসবো, যেমনি নাচাবে তেমনি নাচবো।
আমার মঙ্গলাকৃতি দেহের বাড়ন্তি আছে
আমার একটা অনন্ত প্রবল যৌবন আছে
আমার একটা টানা-পুড়ো জীবন আছে
এজন্যই আমাকে নড়তে হবে, এ্জন্যই আমাকে গড়তে হবে।
প্রভু- নিয়তিকে ভাগ্যে লিখে নয়নে দিলে জল
জগতে ছেড়ে দিলে দেখিতে সুন্দর
অথচ এ'জল মুছে নিতে দিলে না সাহস।
দিলে তুমি হাত দিলেনা হাতল ইচ্ছার কব্জিতে
দিলে তুমি মন দিলেনা মনন স্বরূপে সাধিতে।
তোমার সৃষ্টির খেলাঘরে পুতুল হয়ে আর কত থাকবো প্রভু!
আমিতো শিশুদের সাজানো সংসারের পুতুল নই যে
যেমনি বসাবে তেমনি বসবো, যেমনি নাচাবে তেমনি নাচবো।
আমার একটা দুর্বার গতি আছে
আমার একটা সুচারু কন্ঠ আছে
আমার একটা মানবিক হৃদি আছে
এ'জন্যই আমাকে বলতে হবে, এ'জন্যই আমাকে চলতে হবে।
প্রভু-রক্ত মাংশের দেহ দিয়ে দিলে তা'তে বল
সৃষ্টিকে করে দিলে চঞ্চল কোলাহল
অথচ দিলেনা শক্তি মোরে নাচিবার তরে।
দিলে তুমি পা দিলেনা পায়েল বন্ধুর পথ লঙিতে
দিলে তুমি শ্বাস দিলেনা আশ্বাস কন্ঠ চিরে বলিতে।
তোমার সৃষ্টির খেলাঘরে পুতুল হয়ে আর কত থাকবো প্রভু!
আমিতো শিশুদের সাজানো সংসারের পুতুল নই যে
যেমনি বসাবে তেমনি বসবো, যেমনি নাচাবে তেমনি নাচবো।
আমার একটা অভিজাত আনন্দ আছে
আমার একটা সুখকর কান্না আছে
আমার একটা নিজস্ব অভিজ্ঞান আছে
এ'জন্যই আমাকে হাসতে হবে, এজন্যই আমাকে কাঁদতে হবে।
প্রভু- সৃজিলে বিশ্ব তুমি দিয়ে তা'তে আয়ু
দিলে আলো দিলে আঁধার, দিলে তুমি বায়ু
অথচ আমাকে রাখলে তোমার হাতের মুঠোয়।
দিলে তুমি জন দিলেনা জীবন অন্তহীন বাঁচিতে
দিলে তুমি বর দিলেনা বাসর ইহলোকে রচিতে।
তোমার সৃষ্টির খেলাঘরে পুতুল হয়ে আর কত থাকবো প্রভু!
আমিতো শিশুদের সাজানো সংসারের পুতুল নই যে
যেমনি বসাবে তেমনি বসবো, যেমনি নাচাবে তেমনি নাচবো।
আমার একটা সুনির্দিষ্ট বিবেক আছে
আমার একটা প্রজ্জলিত আত্মা আছে
আমার একটা আশ্চর্য আমি আছে
এ'জন্যই আমাকে গড়তে হবে, এ'জন্যই আমাকে লড়তে হবে।
প্রভু- সৃষ্টির আনন্দে তুমি সবই কর জানি
অথচ দিলেনা তুমি সেই একটুখানি
করিতে আনন্দ বিজয়ের সুখে।
এই কি মহান তুমি কাল চিরকাল
বাধা বন্ধন স্রোতে পাতিয়াছ জাল
অপরূপ মহিমাতে করিয়া পুতুল
গড়েছ মানব শিশু করিয়া অতুল?