"আমি আর মুক্ত আকাশে পাখিদের বিচরণ দেখিনা
মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না
আমি চাইলেও খালে-বিলে, নদীর জলে গোসল দিতে পারি না
জীবনকে সহজলভ্য করতে প্রকৃতি ধ্বংসের উন্মাদ খেলায় মেতে উঠেছে।

যেখানে গাছেরা এক সময় নাচত মৃদু হাওয়ায়
আজ সেখানে লোহালক্কড়ে শেকল বেঁধেছে মানবতা।
আমার আর ভোরের পাখির ডাকে ঘুম ভাঙে না
কেবল শুনি ইট-পাথরের ধ্বনি।

সবুজ চির সবুজ বাংলার বুকে আজ ধূসর ধোঁয়ার পর্দা
আমি আর জলধারে শাপলা কিংবা কলমি লতা দেখিনা
সেখানে মলিনতা আর আবর্জনার স্তুপ জমেছে।

আকাশের নীল আর আমার মন—দুজনেই যেন বিবর্ণ,
মানুষের হাতেই এ পৃথিবীর রূপান্তর,
কিন্তু এ রূপান্তরে আমরা হারিয়েছি যা ছিলো সত্যিকারের সুন্দর।"