ধূসর এক জোড়া চোখে আমার দৃষ্টি নিবদ্ধ হলো,
সে চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস, যা পাহাড়ের মতো দৃঢ় ও স্থির,
জোছনার মতো মৃদু আর শীতল, যেখানে চাঁদের আলো প্রতিফলিত হয়,
শিশিরের মতো নির্মলতা, যেন শিশুর হাসি।

এক জোড়া চোখে লুকিয়ে আছে সহস্র রহস্য,
এই একজোড়া চোখ বলে দেয় না বলা সব কথা।
এই এক জোড়া চোখ দেখলেই থেমে যায় সব কোলাহল,
ধূসর নয়, এই একজোড়া চোখেই মিশে আছে সব রঙ,
যা একবার দেখলেই হৃদয়কে বেঁধে ফেলে
এক এমন বাঁধনে, যা কখনো ছিন্ন হয় না।