ছোট্ট একটি নদী বুকের গভীরে
তোমার ভাষায় "মরা নদী,
শুকনো বালুচর হবে হয়তো,
নাহয় কাঠফাটা খরা, যেন আজন্ম চৈত্র"।

অভিমানি তুমি ভেতরের বর্ষণ দেখনি কখনো
দেখনি, বর্ষণে ভরা ছোট্ট নদী কতটা স্বচ্ছ
উচ্ছাসে জল দুকূল ছাপিয়ে
তরতরিয়ে চলে সাগর পানে
মাঝ পথে বড় নদী
পাল্লায় পারিনি বলে
মোহনায় তুমি তার।

জানো! আমার আর সাগর দেখা হয়না।
নামা হয়নি জলে, জানা হয়নি তোমায়
জানা হয়নি বুকের গভীরে তোমার
অশান্ত অতল জলে, কতটা ঢেউ।
জানি,
ইচ্ছে করলেও ঢেউয়ের তীব্রতায় শ্রান্ত হয়ে
বাষ্পায়িত মেঘ-বর্ষণে টইটম্বুর ছোট্ট নদী আমার
মোহনায় মিলন হবেনা কোনদিন।
তবুও বারবার, হাহাকার অনিবার...