চৈতন্য যার বন্ধ্ ডেকেছে
বিবেক নিয়েছে ছুটি
বিদ্বান হলেও মূর্খ ওরা
ভ্রষ্টাচারের করছে তোষামোদি।
চৈতন্য যার অচেতন নয়
বিবেক যাহার সদা জাগ্রত
বিদ্বান হয়তো হতে পারনি
তাই বলে, নও তুমি মূর্খ।
ভ্রষ্টাচার করলে শাসন
বিদ্বান যদি হয় তাহার মোসাহেবি।
জাঁতাকলে পিষ্ট সুবোধ
তাই বলে কি, নিবাস ছেড়ে হবে দেশান্তরী?
সুবোধ জানে বিবেক সবাই দেয়নি বিসর্জন
সূর্য গ্রহণ লাগলে সে তো থাকে অনুক্ষণ।
ক্ষণপরে সূর্য আবার পূর্ণ আলো দিবে।
ভ্রষ্টাচার জেনে রেখো পতন তোমার হবে।