পূণ্য কিসে? জানো সবই
জানো, পাপ কিসে হয় তাও।
জেনেশুনেও পাপের পথে
কেন পা বাড়াও?
হরহামেশাই হারাম কামাই
তাতেই সংসার, দান-দক্ষিণাও।
দানবীর খেতাব মিললেও
পুণ্য কি গো পাও?
ধর্ম কাজে হারাম টাকায়
ভরসা কি পাও?
কোন ভরসায় কোন বিশ্বাসে,
বাপের বিটের আংশিক বেচে
হালাল করতে চাও।
ভয় যদি হয় মরণকালে
হারাম টাকায় কাফন হলে
স্বর্গ মেলা দায়।
মাইনের অংশে সুকৌশলে
কাফন কিনে দাফন হলে
তাতেই কি আর, স্বর্গ পাওয়া যায়?
মানুষ তুমি বুদ্ধির জোরে
বুদ্ধি দাতাকেই বোকা বানাতে চাও?
কেন ভুলে যাও?
সৃষ্টি তুমি সৃষ্টির সেরা, স্রষ্টার চেয়ে নও।
থাকতে সময় কুপথ ছেড়ে, সুপথে আগাও।