ঐ যে ক্ষত-বিক্ষত নগ্ন দেহ, ঝোপেড় আড়ালে
লোকেরা বলছে ধর্ষিতা, শুনছি স্বাধীনভাবেই
স্বাধীনভাবেই দেখছি নিশ্চুপ, আমি স্বাধীন দর্শক
ধর্ষকও স্বাধীন, বীরদর্পে বেড়ায় ।
নারীর শ্লীলতা হরনে উল্লোসিত বখাটের দল
আর্তনাদ আর অট্টহাসি, শুনছি স্বাধীনভাবেই
স্বাধীনভাবেই দেখছি নিশ্চুপ, আমি স্বাধীন দর্শক
বখাটেরাও স্বাধীন, বীরদর্পে বেড়ায় ।
কর্তৃত্ব রক্ষার্থে পালোয়ানের দল, অস্রের ঝনঝনানি
গুলিবিদ্ধ পথচারীর আর্তচিৎকার, শুনছি স্বাধীনভাবেই
স্বাধীনভাবেই দেখছি নিশ্চুপ, আমি স্বাধীন দর্শক
সন্ত্রাসীরাও স্বাধীন, বীরদর্পে বেড়ায় ।
একদিন! বীরদর্পে ওরাই, অন্যের ভোট নিজ হাতেই দেয়।
বিজয় মিছিল শেষে ওরাই আবার ...!
খুন, ধর্ষণ লোটপাট শেষে গৃহদহন
স্বাধীনভাবেই দেখছি নিশ্চুপ, আমি স্বাধীন দর্শক
ওরাও স্বাধীন, বীরদর্পে বেড়ায় সবখানে সারাক্ষণ।
স্বাধীনভাবেই দেখছি নিশ্চুপ, আমি! না না!
আমরা স্বাধীন দর্শক।