কর্ম...
কর্মস্থলে নেই যে কর্ম, কর্মের নামে অপকর্মই চলছে অবিরাম
নরত্বহীন সত্তা আজই, ধর্মের নামে অধর্মকে করিছে গ্রহণ ।

বিশ্বাস...
সত্যেও সন্দেহ মনে সেথা বিশ্বাস রাখা যায়না
বিশ্বাসী বেসে যখন তখন বিশ্বাস ভেঙ্গে করছে প্রতারণা।

লজ্জা...
লজ্জাস্থানে লজ্জা যেনো লেশমাত্র নাই
বেহায়াপনায় রয় মেতে রয় অভদ্র অসভ্যতায়।
যুগের আধুনিকতায় আজই  এ কোন আদিমতা ?

মানুষ...
মানুষ তুমি মানুষ হও দেখাও তোমার মানবতা
দোহাই তোমার রক্ষা করো সামাজিক শ্লীলতা ।