আলো ঝলমল শিশিরকণাগুলো
রাতের আকাশে মিটিমিটি তারার মতন,
যেখানে কোনটিই একপলকে দেখতে পাবেনা।
দেখবে, হাজারও তারা
আছড়ে পরছে তার উপর।
শিশিরকণা দেখে কখনো মনে হতো,
রাতের আঁধারে খোলা মাঠে
আলো জ্বেলে উড়ে বেড়ানো,
একঝাক জোনাকী।
কখনো ভাবতাম,
বয়ে চলা নদীর বুকে
ঝিরিঝিরি বাতাসে তোলা ক্ষুদ্রক্ষুদ্র ঢেউ,
যেখানে প্রতিটি ঢেউয়ের মাঝে
চাঁদের আলোর পূর্ণ প্রতিফলন।
মনে পড়ে কি আজও?
সেই সকাল?
শিশির ভেজা দূর্বাঘাস,
ভোরের আলোয় আলোকিত
মুক্তাদানার মতন শিশিরকণাগুলো দোলছে,
যার প্রতিটি কণায় নানান আলোর ঝলকানি।
আজ,
জীবনের পড়ন্ত এ বিকেলে, বিবর্ণ মাঠই শুধু আছে।
তুমি নেই বলে,
শৈশবের সেই স্নিগ্ধ সকাল,
এখন আর নেই।