মাছের পচন মাথায় শুরু বলছি কথায় কথায়
জাতির পচন ভ্রান্ত শিক্ষায় সেই উপমায় ।
কখনো বুঝায় রাষ্ট্রের পচন নীতিহীন রাজায়।
নিজের পচন খোঁজ রাখিতে নেই যেন সময়।
সব পচনই বেড়ে বেড়ে ছড়ায় সারা গায়
ধরলে পচন যায়না রুখা ধ্বংস নিশ্চয়।
পরনিন্দায় হেলায় হেলায় করছি সময় পার
হয়তো কোথাও আমিও মাথা ভাবনা নেই যে তার ।
ক্ষুদ্র হলেও মাথা আমি আমার সংসারে
আমার পচনেই সুখের সংসার অথৈই সাগরে।
বিন্দু জলে হয় যে সিন্ধু বিন্দু বালুই মহাদেশ
বিন্দু আমরাই গড়তে পারি সোনার বাংলাদেশ ।
বিন্দু যারা এসো সবাই করি এই পণ
নিজে ভালো থেকেই রুখবো মাথার পচন।