সিঁধ কাটিয়া যখন চোর ঘরে ঢুকিল হায়,
বাড়িওয়ালা তখন মেঝেতে, জেগে জেগে ঘুমায়।
মহা-আনন্দে চোরা নিজের চাদর বিছায়ে মেঝেতে
একে একে মালপত্র সব রাখিল তাহাতে।
পুটলা বাধিবার কালে চোরা, চাদর নাহি পায়,
ভাবছে চোরা," বাড়িওয়ালা কি তবে,
চাদরখানা মোর সরায়ে রাখিছে হায়!"
আপন প্রাণ বাঁচাতে চোরা সজোরে দৌড়ায়
বাড়িওয়ালাও নিচ্ছে পিছু হাকিছে ডাক-
চোর যায় চোর যায়।
আরও জোরে দৌড়ায় চোরা ডাকি বলিছে হায়,
"চোর আমি নইরে শালা, আসল চোর তুই
চোরের উপর করলি বাটপারী, আমার চাদর কই?"
দৌড় থামিয়া ভাবছে বাড়িওয়ালা-
চোরের মার কি তবে সত্যিই বড় গলা?
এই সমাজে জোর গলার দাম অনেক বেশি
জোর গলাতেই বিশ্বাস সবার।
কোন ছলে চোর সাজাবে আমায়,
কোন ছলে বাটপার?