আপনা পাপ লুকানোর তরে মত্ত পরনিন্দায়
এক মিথ্যাকে লুকাতে চায় শত শত মিথ্যায়
মিথ্যে বলতে নেইতো লজ্জা
নেইকো ওদের কোন অনুতাপ,
মিথ্যেবাদী বললে ওদের
বলছে ওরা, এ যে মিথ্যে অপবাদ।
শিষ্যরা সব তারই সু্রেই গাইছে একই গান
গুরুভাই আর গুরু তাদের সবার একই গুণ।
তুমি আমি আমরা সবাই সইবো কতকাল
পিছনে যাওয়ার নেইতো জায়গা, পিঠের পরে দেয়াল।
সমাজ যে আজ দাঁড়িয়ে আছে খাঁদের কিনারায়
হাকিছে ডাক নিপাত যাক মিথ্যে ও অন্যায়,
হে নবীন হে জোয়ান হও আগুয়ান,
তোমারাই পারো রক্ষা করতে
দেশ মাতৃকার মান।