প্রেম পরিণয় নয়
জানাশোনাও ছিলনা তেমন,
বিশ্বাস-অবিশ্বাসের পাল্লাও ভরসাহীন ।
কিছুটা ভাললাগা ছিল বটে,
শুকনো বালির উপর
জল গড়ানোর মতন।
অল্প হলে শুকিয়ে যেতে পারে,
আবার প্রবল হলে
বালি, পানিতেই বিলীন ।
বিবাহবন্ধন দুজনার
অদ্ভুত নয়, এ যে নব আবিষ্কার
সৃষ্ট ভুল সব, সন্দেহ যত
দু'পায়ে মাড়িয়ে এগিয়ে যাবো দূর্বার ।
পাবো যতটুকু,
দেবো তার থেকেও বেশি।
চাইবো শুধু সখারে আমার
সুযোগ কাহারও
নাহি মিলে কভু
মন্দ কিছু বলার ।
অপবাদ যদি আসে কভু
মুছে দিয়ে সব, সত্য প্রকাশে
ধৈর্য্য শক্তি দিও হে প্রভু।