পথিক পথ হারায়নি,
ভুলেনি গন্তব্য তার।
সঠিক-সরল পথ
আগলে রেখেছে কিছু কুকুর।
গন্তব্যে পৌঁছাতে তাই,
ভুল পথে নয়; বহুপথে
এগিয়েছে বহুবার।
পথিক পথ হারায়নি,
ভুলেনি গন্তব্য তার।
ভিন্ন পথে বহুদূর হেঁটে
ক্লান্ত চোখে দেখেছে বারবার,
পথের দু'ধার, মাঝপথ কিম্বা মোড়
অজস্র বেওয়ারিশ কুকুর।
গন্তব্যে পৌঁছাতে তাই,
ভুল পথে নয়; বহুপথে
এগিয়েছে বহুবার।
পথিক পথ হারায়নি,
ভুলেনি গন্তব্য তার।
পথ হারিয়ে পথিক হওয়া যায়না;
পথিক কখনোও পথ হারায়না।