বি,এ ফাইনাল শেষ
এদিক ওদিক নানান ভাবে
হাত খরচও অধিক।
বাড়তি খরচ, বাড়ছে টেনশন
বন্ধুর আইডিয়া, টিউশানি হলে কেমন?
মাথা নেড়ে সম্মতি, অনেক কষ্টে যোগাড়।
ইংরেজি অষ্টম শ্রেণী, তিনজন, সম্মানীও বেশ।
খোশ মেজাজে রোজই আমি, ওরাও নিয়মিত
হ্যা-না তে মাথা নাড়িয়েই, সপ্তাহ তিনেক গত।
বলছি যখন অনন্য মেধাবী, তোমরা সত্যিই মতিমান
খাতাটি বাড়িয়ে বললো একজন-
" স্যার, ইংলিশে একটু আমার নামটি লিখে দেন"।
একে একে তিন জনই,
আমি যদিও হতবাক, বলিনি কিছু
ভাবছি শুধু টিউশানিটা থাক।
(দেড় যুগ পর)
আঙ্গুল ফুলে কলাগাছ,
ব্যাংকে কাড়ি কাড়ি অর্থ
ওরাই এখন সমাজসেবক,
জনদরদী, নেতা নিঃস্বার্থ ।
রাজনীতিতে পাকা হাত,
মাথায় নানান ছঁক
এম,পি-মন্ত্রী হওয়ারও নাকি
মনে বেজায় শখ।
আপনা ঢোল আপনি বাজিয়ে
শুধু করছে পরনিন্দা ,
প্রশ্ন শুধু মনের মাঝে ," ওরা কেন এতো অন্ধ"?
শংকিত, তবুও বললাম বিনয়ে,
"একই খাবার একই জল,
খায় যদি জ্ঞাতিভাই অথবা নিজেই খায়,
ক্ষতি নাই তাতে কোন ক্ষতি নাই,
আরও নানারকম সাফাই ।
সেই খাবার সেই একই জল,
খায় যদি অপরে বা অন্যদল
শত নিন্দা ঘৃণায় প্রশ্ন কেন শুধু একটাই-
জাত কি করে থাকে বল?"
বললো," যথার্থ! যথার্থই বলেছেন মশাই"।
সাথে হাততালি কয়েকখান।
মনেমনেই শধু বললাম,
" নির্বোধ! জানেও না, হাততালি দিতে হয় কখন"।
আমি যদিও হতবাক, বলিনি কিছু
ভাবছি শুধু, আমার দোকানটি অন্তত থাক।