মননে শূন্য, হীনমন্যে অনন্য
সম্ভ্রান্ত, সে টাকার অংকেই গণ্য।
নিকৃষ্টেরও অধিক নিকৃষ্ট কাজে
অভিজাত এ সম্ভ্রান্তরাই আজই ধন্য।
জাতহীন এ অভিজাত, বেজন্মা বেজাত সম।
সম্ভ্রান্ত! জাতহীন এ আভিজাত্য
কর্মে বিভৎস ভয়ংকর, হিংস্র বর্বর
মিথ্যে অহমিকা, স্বগর্বে নির্লজ্জ প্রকাশ,
জ্ঞানহীন পান্ডিত্যে, কুৎসিত কদাকার।
হায়রে বাংলা! বাংলায় এ কোন অভিজাত?
অবাক পৃথিবী নির্বাক চেয়ে রয়,
নিকৃষ্টেরও অধিক নিকৃষ্টরাই
আভিজাত্যের তকমা লাগায়, এই বাংলায়।