নীচু জাতের হলেও জেনো
চামার জাতিই আসল চামার নয়
জাতি ছাড়াও এ সমাজে
জাত-বেজাতের নানান চামার হয়।
উঁচু-নীচু জাত যাই বলো...
বংশ নয় তার আসল পরিচয়
নির্দয়-নিষ্ঠুর স্বভাব যাদের
তারেই সবাই আসল চামার কয়।
জাতি সূত্রে চামার আমি
পশু চামড়ায় জীবিকা আমার।
বাজার ঘুরে চামড়া কুড়িয়ে
কোনোমতে করছি বছর পার।
কোরবানির ইদ নবান্ন আমার
কে এলে তুমি মৌসুমী চামার
চামড়া লুটে নিচ্ছো কেড়ে
জাত চামারের মুখের আহার।
অন্যের আহার কেড়ে, যে চামারে
তুলেছে গড়ে, ধন-সম্পদের পাহাড়
লুটবি তুৢই কতোকাল আর?
হুসিয়ার হ ওরে চামার!
জাগবে যেদিন অনাহারী
বন্ধ হবে চুরি-চামারি
তোদের চামড়া দিয়েই জাত চামারে
দেখবি সেদিন, করবে জুতা তৈয়ার।