শ্রদ্ধেয় কবি ও আলোচক জনাব যাদব চৌধুরী-এর "পরিবর্তন" কবিতাটি পাঠান্তে আমার দেশের নির্বাচনীী প্রক্রিয়ার কিছু নেতিবাচক চিত্র মানসনেত্রে ভেসে উঠে, যা তুলে ধরার সামান্য প্রয়াস ।
কবিতাটি প্রিয়কবি যাদব চৌধুরী মহাশয়কে উৎসর্গ করছি ।
---------------------------------------------

দলে দলে ঝগড়া করে
অতি সুন্দর মার্কা কার?
দল কানারাই যুক্তিবাদী
মার্কাতেই সব যুক্তি তার।
মার্কাওয়ালা ভূত কি পিশাচ
বিবেচনা যুক্তিহীন,
মার্কা দেখে ভোট দিব ভাই
মার্কাপ্রেম শর্তহীন।

গণতন্ত্রে এমন নজির
মেলা বড় দায়,
মার্কাকানায় খোঁজ কি রাখে,
ভোটের ওয়াদায়?
দলপতি কতক নাকের ডগায়
তেলমেখে রয় সুখ নিদ্রায়,
তেলবাজরা তেল মেখে মেখে
মার্কাটি যে হাতিয়ে নেয়।

অর্থলোভী অর্থ পেয়ে
ভূত-পিশাচরেও ভোট দেয়,
দলকানা আর মার্কাকানাতে
ভোটের বাক্স কানায় কানায়।

"হায়! সভ্যতার এ অগ্রযাত্রায়
বাড়ছে শুধুই অবক্ষয় ?
সভ্য সমাজে দেখছি আজও
নৈতিকতার, বিশাল পরাজয়!"
দুঃখে যখন দেশপ্রেমিকরা এসব কথা কয়,
তাচ্ছিল্ল্য হেসে ওরা বলে তখন,
"ছাগলের তিন নাম্বার বাচ্চারা
কেন, আজও লাফায়?"