প্রচন্ড তাপদাহে পোড়া মন
চারিদিক শুধুই হাহাকার,
এরই মাঝে সূর্য আড়াল করা মেঘেরই মতন
আমার জীবনে তোমারই আগমন।
যেন চৈত্রের খরতাপে এক পশলা বৃষ্টি
ধমকা হাওয়ায় মেঘমুক্ত আকাশ,
আলো ঝলমল নতুন এক পৃথিবী
তোমারই কারণে তার সৃষ্টি।
সেই থেকেই কোন এক তীব্র গতি
ঝড়ো বাতাস বহিছে শনশন,
আনন্দে উদ্ধেলিত প্রাণ,
শিহরিত মন।
বুঝলাম,
এ ঝড় বিনাশ নাহি করে কভু,
শুধু গড়ায়েছে স্বপন।
হঠাৎ দেখি,
ভেসে বেড়ানো মেঘেরই মতন
আনন্দে উদ্ধেলিত , নব রূপে;
হাতে হাতটি রেখে তুমি
চলেছ অন্য কাহারও সাথে।
সে দিনও শিহরিত হলাম ঝড়ে
অনুভবে অন্য রকম গতি
প্রবাহিত শিরা উপশিরায়,
বুঝলাম স্তব্দ আমি, দোলছে পৃথিবী,
বৃক্ষ লতাও ঘূর্ণায়মান,
নিজের ভিতরটা দেখেই বুঝলাম-
এ ঝড়ে কতইনা ক্ষতি।