বিশ্রাম শেষে, গাছে চড়ে
আম ছিড়ে, মারছি ছুঁড়ে
আম কুড়িয়ে ভুঁ দৌড়
বললো,
আজ নয় আর, খেলবো আবার।
ফিরলাম বাড়ি বিষণ্ণ মনে
তারপরও মায়ের বকুনি,
ভর দুপুর,
নাওয়া খাওয়া কিছু নাই
আরও কত কি?
বেলা শেষ পড়ন্ত বিকাল
ওদের বাড়ি বেশ কোলাহল
মনে কৌতুহল।
গিয়ে দেখি,
চৌকির উপর বউ সেজে
ঘোমটা টেনে আছে বসে।
বাহ! দারুন খেলা,
বর কই?
ভাবলাম, বেশ হতো
আমি হলেই।
মাংস পোলাও সবই দেখি,
হু হুম না, হু হুম না পালকিওয়ালা,
পালকি কাঁধে আসছে ধেয়ে।
খটকা মনে, হচ্ছেটা কি?
তাহলে কি সত্যি বিয়ে?
(অসমাপ্ত)