যোগ্যতা নেই প্রবাসীদের, তারা বালের কামলা।
কোন যোগ্যতায় ওহে মশাই, তুমি হলে আমলা।
মামু নাকি দুলাভাই খুঁটির জোড়টা কি?
নাকি বাপের হারাম টাকায
জোগাড় করছো চাকুরি?
নাকি কোন কোটার জোড়ে
কাক হয়েও ময়ুরপুচ্ছ পরে
ময়ুর সেঁজে মিছে মিছেই
করছো বাহাদুরী?
কার টাকায় বেতন তোমার,
চাকরি করছো কার?
স্বরণ রেখো আমজনতাই
আসল কর্তা তোমার।
প্রবাসীরা বালের কামলা হলেও
তাদের টাকায় তোমার বেতন হয়।
কার কপালে খাচ্ছো গোপাল ঠাকুর চিন নাই।
(#অসৎ ও দ্বায়িত্বহীন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে লেখা।
#সৎ ও দ্বায়িত্বশীলদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমার।)