কুত্তার লেজ হয় কি সোজা? মাখিলে ঘি,
অধিক মাখিলে স্বযতনে, লাভটা বলো কি?
কুত্তার বাচ্চার লেজ, সে যে আরও কঠিন
বাঁশের থেকেও শক্ত অধিক, কঞ্চি যেমন ।
দুষ্টু গরু শান্ত হয় কি কভু? মধুর বচনে ,
গু খেকো গরু যায় না ফেরানো, শত বাঁধনে।
"অতি লোভে তাতী নষ্ট, অতি আদরে সন্তান"
অধিক বেতনে হয় কি তুষ্ট ? লোভাতুর মন।
বিবেকহীন নীতি আর বিচারহীন বিধান
দুইই, দুঃশাসন-দূর্নীতির মূল কারণ ।
জাগ্রত করিতে বিবেক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায়
ওদের জন্য কিছু সংশোধনাগার চাই,
শুধুই সংশোধনাগার চাই।
(কুত্তা ,গু শব্দ দুটি আঞ্চলিক; কুত্তা=>কুকুর , গু=>মানুষের মল)।