কর্মে আপনারে করি বলিদান
আপন মহিমায় হও আগুয়ান,
আপনার সকলি সকলের তরে
বিলায়ে আপনারে তৃপ্ত যে জন,
অধিহারে নমস্য সে সর্বজনে,
আপন মহিমায়, মহিয়ান সে জন।
লোলপতা প্রলোভন করি বিসর্জন
আপনারে রিক্ত করিয়া যে জন
হিত সাধনে রত সর্বক্ষণ
অধিহারে নমস্য সে সর্বজনে,
আপন মহিমায়, মহিয়ান সে জন।