অজানা বহুদূর হতে হবে পার
বন্ধুর পথ হয়তো একাকী
উত্তাল সাগর, মরুপ্রান্তর
কিম্বা গহীন বনানী।
শত ঘাত প্রতিঘাত
শ্রোতের প্রতিকুল আঘাত,
সয়ে সয়ে সামনে যখনি
দানবের ঝাপটায় হয়তো প্রাণ সংশয়
ভয়ে পিছু ফিরে আসা কি.
মানুষের শোভা পায়?
নেই ভয় তবুও সংশয়
দানব স্বরূপে মানব,
মানব মনে বসি সর্বদায়
বিবেক বিসর্জিত লভিছে পশুত্ব
পশুর অধম তবুও মানুষ নামেই পরিচয়
শত ধিক তারই দিক
দানবের মত নির্লজ্জ হাসে তথায়
তাহারে মানুষ বলা কি,
মানুষের শোভা পায়?