জীবন চলার পথ যেন এক নদী
গহীন অন্ধকারেও গহীনে একাকী!
আশা নিরাশায় মোহনা অবধি...
এবাঁকে ওবাঁকে কত যে আঘাতে
নীথর দেহ যেন পাথর সম মন
হয়তো কখনো চোখের কোণে অশ্রুবিন্দু
পাথরের বুকে ঝরণা যেমন...
সহনশীল মানব জীবন
এতদিনে সয়ে যাওয়াই উচিত
তবুও পারিনি, জানি পারবোও না
করিওনা অভিশাপ, যদিও করিতে নাহি পার ক্ষমা।