তোমার বিধান পালন
করিয়া এই পণ,
ধরাতে বিবিধ মোহে
আজই, পথহারা মন।
সদা কর্ম ভুলি
অসৎ সঙ্গ লভি,
কুমন্ত্রে কুকর্ম, কুসঙ্গ
অন্যায়, অপকর্মেই তবে কি?
জীবন আজই হবে সাঙ্গ?
অন্যায় যত, ক্ষমা তত
করিয়াছ বান্দারে সদাই,
অকূলে কূল, তুমি হে প্রভু
অবশেষে, আপনারে সপি তোমায়।
ক্ষমা করো, ক্ষমা করো হে প্রভু,
ক্ষমা করো গো আমায়।