অথৈই নদী প্রবল স্রোত
যদিও উত্তেজনায় পূর্ণ যৌবনা,
তবুও ঢেউয়ের অবয়ব মৃদু
ক্ষিপ্র ছিলনা রাক্ষুসীর মত।
নদীতে নৌকা স্রোতের অনুকূলে
পাল উড়ানো, বাতাসও অনুকূল,
অভিসারে কামাতুর প্রেয়সীর ডাকে
যেমন কামুক মন ব্যাকুল।
ফেরানো যায় কি তারে,
অশোভন বা অনুচিত বলে?
পেরেছে যে জন, মহাপুরুষ সে।
অন্তর মাঝে প্রণমি তাঁহারে
সদা সর্বজনে।