স্বাধীনতা!
‌নি‌জের ইচ্ছা অভিলাষ
‌নি‌জের কাম্যতা,
অ‌ন্যের প্রাপ্যতা, মূল্যহীন হেথা
এরই নাম
‌তোমার নয়, নয় সার্বজনীন
এ আমার স্বাধীনতা।
তাই‌তো নিত্য
সাধুকে সাজাই ভন্ড, ভন্ড‌কে দেবতা।
অ‌ন্যের স্বাধীনতা হরণই আজ,
আমার স্বাধীনতা।