তরি ভিরবে কূলে
ফিরবে নীড়ে পাখি
আশায় আমি পথ চেয়ে রই
মেলে দুটি আঁখি।
হঠাৎ এক প্রলয় ঝড়ে
উন্মূলিত নীড় আর
উত্তালে ভাঙ্গলো তীর,
সব হারিয়ে রইল শুধু,
শূন্যতা আর, হাহাকার।
সব হারালাম প্রলয় ঝড়ে,
পাখিটি আজ অন্য নীড়ে,
ভিড়ল তরি অন্য কূলে,
দেখিলাম ঝড়ের মহাপ্রলয়,
অপলক নয়নে আপনা ভুলি।