গরু চড়ে মসজিদ মাঠে
রহিমুদ্দিন ঘুমায় গাছ তলা,
হঠাৎ গরু মসজিদে ঢুকে
তখন ছিল দুপুর বেলা।
যোহরের নামাজ পড়ার জন্য
মুসুল্লিগণ আসে মসজিদে,
এসেই ভাবে মসজিদতো নয়
ঢুকেছি বুঝি গোয়াল ঘরে।
মসজিদ অপবিত্র করছ কেন?
জবাব দাও রহিমুদ্দিন!
গরু পাঠাও মসজিদে?
তুমি কেন আসনি একদিন?
মাফ করে দেন হুজুর
গরুতো কিছু বুঝেনা তাই,
আমি জানি মসজিদ পবিত্র
অপবিত্র হয় যদি তাই ভেবে,
কখনো মসজিদে যাই নাই।
মানবতা মনুষ্যত্ব বিষর্জিত যারা
তারা পশু থেকেও অধম,
সুবাস মাখিয়া পোশাকে
কোথা কি কখন, করছে পবিত্রতম?