দুঃখ যতই হোক না বড়
ভয় যেন না পাই,
দুঃখ জয়ের সাহস যেন
কভু না হারাই।
দুঃখে ভীরুতা যে জানি
হতাশার উৎস,
হতাশাতেই পোড়ে পোড়ে
হতে হয় ভস্ম।
যদি দঃখ জয়ে সম্মুখেতে
না হই আগুয়ান,
তবে তো আর পাব নাকো
সুখের সন্ধান।
সুখ-দুঃখ অতিদ্রুত
চলছে চক্রাকার,
অতি দুঃখেও বিহ্বল কভু
না হই যেন আর।
দুঃখ জয়ের সাহস যেন
না হারাই কভু,
তাইতো সদা তোমার কাছে
এই মিনতি প্রভু।