স্বশাসিত তুমি
স্বতন্ত্র, স্বাধীন
উচ্চ করি শির, চিরস্হির
অমর অবিনশ্বর, চির অমলিন।
তুমি অবিশ্রান্ত, অবিরাম
ক্রমাগত বহমান,
বিক্ষিপ্তচিত্তেও উড্ডীন,
দুঃখ, তাপেও হও আগুয়ান।
কায়ক্লেশ করিয়া পদদলন
সম্মুখে ধাবমান সর্বক্ষণী,
স্বশাসিত, স্বতন্ত্র স্বাধীন
হে বঙ্গ জননী।
(অসমাপ্ত)