সকলই তুচ্ছ অতি,
পৃথিবীও মূল্যহীন
যদি না পাই তোমায়,
এভাবেই বলতে সদা সর্বক্ষণ।
আমারও, তুমি হীনা বিবর্ণ সবই,
নিস্তরঙ্গ মন।
একদিন হঠাৎ,
দুহাতে চাপিয়া হাতখানি মোর
বললে, ক্ষমা করিতে নাহি পার
করিওনা অভিশাপ।
তোমারই বিদায় ক্ষণে
স্তব্ধ আমি,
অপলক নয়নে
ভাবি মনেমনে,
আপনার করে গড়িয়াছ যে নীড়,
বুনিয়াছ স্বপ্ন সাঁরি সাঁরি।
কোন ভুলেতে স্বপ্ন ভেঙ্গে,
রচিবে স্বর্গসুখ কোন কিনারে?
কোন নদীতে ভাসাবে খেয়া,
কোন ঘাটেইবা ফেলিবে নোঙ্গর?
তুমি বিহনে, নীড় হারা পাখির মতন
পথ ভুলিয়া, সকলই হারাইয়া
গহিন অরণ্যে ,
জানিনা কোন অজানায়, ফেলিব চরণ।