সৈকতের বালিকণায়
মনের মাধুরী মিশিয়ে আঁকা আল্পনা
যখন ঢেউ এসে মুছে দিয়ে যায়,
তখন ভাবি,
ঢেউ আমার সব স্বপ্ন শেষ করে দিল
কখনো ভাবিনা,
মন আমার এখনো
ভাল করে স্বপ্ন দেখতেই শিখেনি।
বোকা মন তখনো বুঝেনি
এখনো বোঝেনা
স্থানটি যদিও মনোরম,
এ স্বপ্ন সেথায় গড়া যায়না।