দু'কুলেতে গাছগাছালি
রয়েছে কাঁশবন,
সেথা হতে আসছে নানান
পাখির কলতান।
আমার বুকেও কলকলিয়ে
চলছে বয়ে পানি,
কলতান আর কলকলানিতে
নিমগ্ন রই আমি।
তোমরা যারা বলছ সদাই
চলছি আমি বয়ে,
তাদের বলছি আমায় দেখ
একটু আপন করে।
চলছি কোথায়? রয়েছি স্হির
চলছে বয়ে পানি,
ভালোবেসে বুকে দিয়েছি ঠাই
ধরে রাখতে নাহি জানি।
বুক চিড়ে বহিয়া যায়
ফিরে নাহি আসে,
বুকেতে মোর কষ্টের প্লাবন
দ'কুল যায় ভেসে।
বেদনাতেও যখন আমি
শক্ত হতে চাই
স্রোতের প্রবল আঘাত আমায়
আবার ভেঙ্গে দেয়।
স্রোতে ভাঙ্গে কুল আর
তোমরা কুলহারা কুলবাসি
বলছ আমায় সর্বনাশা, নয়তো রাক্ষুসী।
বয়ে চলা পানি যখন মোহনাতে আসে
তোমরা বল হচ্ছে মিলন গভীর ভালোবেসে।
আমার সীমায় রয়েছি আমি, মোহনাতে নই,
মোহনাতে পানির মিলন,
নদীর মিলন কই?
আমার দুয়ার ছাড়িয়ে শেষে
পানি আর মোহনায় মিলন
এখানেতেই প্রেম আমার দিচ্ছি বিসর্জন।