সিংহ তুমি বনের রাজা
তোমার রাজ্যে ধন্য মোরা বন্য পশুকুল।
ভুল! কিসের ভুল?
ভুল তোমার, না না তা হতেই পারেনা।
দেখতে কি পাচ্ছোনা?
তোমার হ্যাঁ তে হ্যাঁ বলি আর, তোমার না তে না।
দু'একজন স্বাধীনতার জন্য করে চিৎকার
আমি বলি পশুদের আবার,
কিসের স্বাধীনতা?
ভাগ্নে, যা ইচ্ছে তাই করো
'বানরের গলে মুক্তার মালা'
দিতেই তুমি পারো
পারো পরাতে, গাধার গায়ে
তোমার গায়ের জামা।
আমি তোমার শিয়াল মামা
মনে কোন দুঃখ নিবো না।
বরং গাইবো সুখে-
ধন্য তুমি পশুর রাজা, তোমার রাজত্বে
ন্যায়বিচারে কলঙ্ক হবে হয়তো, তোমার পশুত্বে।
পশু হয়ে পশুত্বের কলঙ্ক মেনে নেয়ার নয়
অন্যায়-অবিচারে হয়েছে তাইতো পশুত্বেরই জয়।