বহুকাল পর...
ক্ষত হৃদয়ে গভীর শুণ্যতায়
পাওয়ার হাহাকারে বুকে জড়ায়ে
বোবা ক্রন্দনে ভাষাহীন আলাপন ,
হয়তো কিছুক্ষণ ...
ক্ষণপরে মুখপানে চাহি
বুকের জামা দুহাতে চাপি,
ঝাকায়ে ঝাকায়ে শত অনুযোগ
"ফেরাওনি কেন আমায় ?"
জানি, কোন কথা আসবেনা মুখে
চোখ পানে চেয়ে, চোখের জলে মোর
উত্তর খোঁজে নিও।
পারো যদি...
অসীম ক্ষমায়, ব্যর্থতাটুকু ক্ষমিও ।