অসাধু কর্তার প্রতিবেদন
সত্য কি সর্বক্ষণ?
কিম্বা, কর্তা ন্যায়পরায়ন
তার কোন ভুল,
হয়নি কি কখনো?
অসত্য কিম্বা ভুলে
কাঠগড়ায় নিরীহজন,
শাস্তি প্রদানই কি বিচার,
কিম্বা একমাত্র বিধান?
রাষ্টের দায়!
কতটুকু কিম্বা কোথায়?
হয় যদি এমন?