উড়তে দিলাম ঘুড়ি তোরে
শক্ত সুতার তরে
নাটাই এ রাখিয়া বিশ্বাস
আমি...
নাটাই এ রাখিয়া বিশ্বাস
সুতোয়, বান্ধিলাম তাহারে।
উড়তে দিলাম ঘুড়ি তোরে
শক্ত সুতোর তরে।
ছন্দ টানে ঘুড়ি আমার
উড়ছে মাতাল হাওয়ায়
মাতাল হাওয়ায় ঘুড়ি মাতাল
ঘুড়ি মাতাল আমার
মাতাল ঘুড়ি শুধু
আকাশ পানে ধায়...
আমার পানে আমার ঘুড়ি
ফিরে না তাকায়
আর...
ফিরে না তাকায়।
নাটাই ভুলে সুতো ছিড়ে
নাটাই ভুলে সুতো ছিড়ে
হাওয়াতে মিলায়ে ঘুড়ি
শুধু আকাশ পানে ধায়।
আমার পানে আমার ঘুড়ি
আর ফিরে না তাকায়।
ফিরে না তাকায়।